Mango agic agro nursery

এ্যানথ্রাকনোজ রোগের আক্রমণে গাছের পাতা, কান্ড, মুকুল ও ফলে ধূসর বাদামি রংয়ের দাগ পড়ে। এ রোগের আক্রান্ত মুকুল ঝরে যায়, আমের গায়ে কালচে দাগ হয় এবং আম পচে যায়। কুয়াশা, মেঘাচ্ছন্ন ও ভিজা আবহাওয়ায় এ রোগ ব্যাপকভাবে বিস্তার লাভ করে এবং সমস্ত মুকুল ঝরে যায়।

প্রতিকারঃ
(১) আমের মৌসুম শেষে গাছের মরা ডালপালা কেটে পুড়ে ফেলতে হবে। কাটা অংশে বোর্দোপেষ্ট (প্রতি লিটার পানিতে ১০০ গ্রাম তুঁতে এবং ১০০ গ্রাম চুন) লাগাতে হবে।
(২) গাছের নিচে মরা পাতা পুড়ে ফেলতে হবে।
(৩) গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে টিল্ট ২৫০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মিলি অথবা ডাইথেন এম-৪৫, ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। আমের আকার মটর দানার মত হলে ২য় বার স্প্রে করতে হবে

এ ছাড়াও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হটলাইন নাম্বার আমাদের ওয়েবসাইটে দেয়া আছে।

Share :

LEAVE YOUR REPLY