agic mango

এ রোগের আক্রমনে আমের পাতা, পুষ্প মঞ্জুরী ও শাখা-প্রশাখার উপর সাদা গুড়ার মত ছত্রাকের স্পোর বা বীজকনা দেখা যায়। এর ফলে ফুল ও গুটি শুকিয়ে ঝড়ে পড়ে। আমের মুকুল বৃদ্ধি ও গুটি বাঁধার সময় মেঘলা দিন ও উচ্চ আর্দ্রতার সাথে যদি রাতে নিম্ন তাপমাত্র থাকে তবে এ রোগের প্রাদুর্ভাব দেখা যায়।

এ রোগের প্রতিকারঃ প্রতি লিটার পানিতে থিওভিট ২ গ্রাম বা টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলি হারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার আগে ১ম বার স্প্রে করতে হবে প্রতিরোধমুলক ব্যবস্থা হিসেবে। যদি প্রয়োজন হয় তবে আরো ২টি স্প্রে ১৫ দিন অন্তর ফুল সম্পূর্ণ ফোটার পর এবং গুটি বাধার পর দিতে হবে।

Spread the blog

LEAVE YOUR REPLY