Eggplant Agic agro nursery

গাছে যখন ফুল ও ফল ধরে তখন আক্রান্ত হয়ে গাছ ঢলে পড়ে। ঢলে পড়া ডগার মধ্যে কোন পোকা পাওয়া যায় না। মাটিতে রসের অভাব নেই অথবা ডগা ঝিমিয়ে গাছটি কয়েকদিনের মধ্যে সম্পূর্ণভাবে ঢলে পড়ে ও শুকিয়ে মারা যায়। অধিক অম্ল মাটিতে বেগুন চাষ করলে এই রোগের আক্রমন হয়। এই রোগে আত্রান্ত জমিতে পরবর্তী বছর বেগুন চাষ করা উচিত না। পরবর্তী ফসল হিসাবে ভূট্রা চাষ করা উত্তম।

দমন ব্যবস্থাঃ
প্রতি লিটার পানিতে ২ গ্রাম ব্যভিস্টিন বা ২ গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে উক্ত মিশ্রনে গোড়া ভিজিয়ে চারা মূল জমিতে লাগাতে হবে। আক্রান্ত ক্ষেতে প্রতি লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিস্টিন বা ১ গ্রাম টিমসেন মিশিয়ে স্প্রে করতে হবে এবং একই সঙ্গে আক্রান্ত গাছ তুলে ফেলে মাটিতে পুঁতে রাখতে হবে। গাছের নীচের দিকের বয়স্ক পাতা ছাঁটাই করতে হবে। প্রতি লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিস্টিন/ কার্বান্ডাজিম অথবা ৩ গ্রাম ডাইথেন এম-৪৫ মিশিয়ে ১০ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে। পচা পাতাগুলো সংগ্রহ করে মাটিতে পুতে ফেলতে হবে।

Share :

LEAVE YOUR REPLY