AGIC

ফুল ঝরে যাওয়ার কারন

মরিচ গাছে বিভিন্ন কারনে ফুল ঝরে যেতে পারে। বিশেষ করে গরমকালে দিনের বেলায় যদি বেশি তাপমাত্রা থাকে এবং রাতের বেলায় কম তাপমাত্রা থাকে। মরিচ গাছে যখন ফুল আসে তখন যদি মাটিতে রসের ঘাটতি থাকে তাহলেও মরিচের ফুল ঝরে যেতে পারে। যদি মরিচের জমিতে সুষম সারের ব্যবহার না হয় তাহলেও ফুল ঝরে যেতে পারে। ফুল আসার সময় যদি গাছে রোগ ও পোকামাকরের আক্রমন হয় তাহলেও ফুল ঝরে যেতে পারে।

প্রতিকার সমূহ

১। জমিতে সুষম সারের ব্যবহার করতে হবে।

২। বেশি পরিমান জৈব সার যেমনঃ গোবর সার, কেঁচো সার জমিতে ব্যবহার করতে হবে।

৩। শুষ্ক মৌসুমে জমিতে প্রয়োজন মত সেচের ব্যবস্থা করতে হবে।

৪। সঠিক সময়ে রোগ ও পোকা মাকরের জন্য জৈব পদ্ধতি ব্যবহার করতে হবে তবে প্রয়োজন অনুযায়ী কীটনাষকের ব্যবহার করা যেতে পারে।

৫। বাজারে বিভিন্ন ধরনের হরমোন পাওয়া যায় সেগুলো প্রয়োজন অনুযায়ী স্প্রে করতে পারেন।

৬। জমি সব সময় পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করলে রোগ ও পোকামাকরে আক্রমন কম হয়।

Spread the blog

LEAVE YOUR REPLY