এই রোগের কারনঃ Pyricularia oryzae নামক ছত্রাকের আক্রমনে এ রোগ হয়।
১। ধানের যে কোন বয়সের গাছে এ রোগ হতে পারে।
২। পাতায় দাগ হয়, শিষের গোড়া ভেঙ্গে পড়ে ও শিষের ধান চিটা হয়ে যায়।
৩। পাতায় ছোট ছোট ঈষৎ সবুজ রঙের দাগ দেখা যায়। ক্রমে দাগ বড় হয়ে চোখর আকৃতি ধারন করে। দাগের কিনারা বাদামি এবং মাঝখানের অংশ ছত্রাকের অবস্থানের জন্য ধূসর বর্ন দেখায়।
৪। অনের স্থানে একাধিক দাগ পরস্পরের সঙ্গে মিশে পাতার অনেক অংশ শুকিয়ে যায় যায়।
৫। এ রোগ কান্ডের গিটে কালচে রঙের দাগ সৃষ্টি করতে পারে এবং ঐ স্থানে গাছ ভেঙ্গে পড়ে।
৬। এ রোগ শিষের গোড়ার দিকে হলে আক্রান্ত অংশ কালচে হয়ে ভেঙ্গে যেতে পারে।
৭। শিষ বের হওয়ার সময় গোড়া আক্রান্ত হলে সম্পূর্ণ শিষটি চিটা হয়ে যায়।
১। রোগমুক্ত বীজ সংগ্রহ করতে হবে।
২। ইউরিয়া সার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না।
৩। জমি সব সময় ভিজা রাখার চেষ্টা করা উচিৎ।
৪। রোগ প্রতিরোধি জাতের চাষ করতে হবে।
৫। কার্বেনডাজিম/ ইডিফেনফস অথবা এই টাইপের ছত্রাকনাষক স্প্রে করতে হবে।
৬। কৃষি সহায়তাদানকারী সরকারী/ বে-সরকারী প্রতিষ্টানের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন।
সূত্র: ফসলের রোগ ও আগাছা (৫২০১)
ভিজিট করুন www.agicagro.com