বাড়ন্ত ফলের ত্বক ঝলসে যাওয়া এবং ফেটে যাওয়া লিচুর একটি মারাত্বক সমস্যা। উচ্চ তাপমাত্রা, নিম্ন আপেক্ষিক আদ্রতা এবং মাটির রসের ঘাটতি থাকলে এ সমস্যা বেশি হয়। দীর্ঘ খরার পর হঠাৎ অধিক বৃষ্টি হলে এ সমস্যা মারাত্বক আকার ধারন করে। জাত ভেদেও খোসা ঝলসে যাওয়া ও ফল ফেটে যাওয়া সমস্যার তারতম্য লক্ষ্য করা যায়। ক্যালসিয়াম ও বোরনের অভাবেও ফল ফাটার প্রবনতা বৃদ্ধি পায়।
প্রতিকারঃ ফলের বাড়ন্ত অবস্থায় নিয়মিত সেচ দিতে হবে। ধান, গম বা ডাল জাতীয় ফসলের খড় দ্বারা মালচিং করতে হবে।
Visit for details https://agicagro.com/shop/