লিচুতে প্রাথমিক ফল ধারন হার অনেক বেশি হলেও ফল ঝরে যাওয়ার দরুন শেষ পর্যন্ত খুব কম পরিপক্ক ফল আহরন করা সম্ভব হয়। ধরার পর থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত ফল ঝরা চলতে থাকে। ফল ধরার ২-৪ সপ্তাহ সময়ের মধ্যে সবচেয়ে বেশি ফল ঝরে। মাটিতে রসের অভাব, অতি উচ্চ তাপমাত্রা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমন ফল ঝরার প্রধান কারন।
প্রতিকারঃ নিয়মিত পরিমিত পরিমান সার ও সেচ প্রদান এবং ধান, গম অথবা ডাল জাতীয় ফসলের খড় দ্বারা মালচিং করতে হবে। ফলছিদ্রকারী পোকা দমন করতে হবে।