Lichi agic agro nursery

লিচুতে প্রাথমিক ফল ধারন হার অনেক বেশি হলেও ফল ঝরে যাওয়ার দরুন শেষ পর্যন্ত খুব কম পরিপক্ক ফল আহরন করা সম্ভব হয়। ধরার পর থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত ফল ঝরা চলতে থাকে। ফল ধরার ২-৪ সপ্তাহ সময়ের মধ্যে সবচেয়ে বেশি ফল ঝরে। মাটিতে রসের অভাব, অতি উচ্চ তাপমাত্রা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমন ফল ঝরার প্রধান কারন।

প্রতিকারঃ নিয়মিত পরিমিত পরিমান সার ও সেচ প্রদান এবং ধান, গম অথবা ডাল জাতীয় ফসলের খড় দ্বারা মালচিং করতে হবে। ফলছিদ্রকারী পোকা দমন করতে হবে।

Spread the blog

LEAVE YOUR REPLY