এজিক এগ্রো নার্সারীর শর্তাবলী এবং নীতিমালা

১। চারা আমাদের ওয়েবসাইটে www.agicagro.com অর্ডার করতে পারবেন আবার বিস্তারিত জেনে আমাদের মোবাইল নাম্বারেও 01713454370// 01706816883// 01706816885 পণ্যের অর্ডার করতে পারবেন।

২। ওয়েবসাইটে অর্ডারের ক্ষেত্রে পুরো টাকা আগে পেমেন্ট করতে হবে এবং ফোনে অর্ডার করার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে তবে কেউ কিছু টাকা বাকি রাখতে চাইলে আলোচনা সাপেক্ষে তা বিবেচনা করা যেতে পারে।

৩। চারা কুরিয়ারে পাঠানোর সময় ভেঙ্গে গেলে বা নষ্ট হলে সেই ভাঙ্গা বা নষ্ট চারা ফেরৎ পাঠালে ভালো চারা কাষ্টমারকে সরবরাহ করা হবে তবে বিদেশি চারা যেমন: রাম্বুতান, এভোকেডো, ডুরিয়ান, জাবটিকাবা, আপেল, ব্লুবেরি সহ অন্যান্য বিদেশি চারাগুলোর ক্ষেত্রে ২৫% ক্ষতিপুরন দেয়া হবে।

৪। কুরিয়ার থেকে কাষ্টমারকে ফোন করার ২৪ ঘন্টার মধ্যে ফলের চারা রিসিভ করতে না পারলে কোন ধরনের ক্ষতিপূরন দেয়া হবে না।

৫। ফুলের এবং সবজির চারার ক্ষেত্রে কুরিয়ার থেকে ফোন করার ১২ ঘন্টার মধ্যে চারা রিসিভ করতে হবে অন্যথায় ক্ষতিপূরন প্রয়োজ্য হবে না।

৬। চারা বাস/ ট্রেনে পাঠানোর সময় কাষ্টমারকে বাস/ ট্রেনের সুপারভাইজর বা টিটির মোবাইল নাম্বার সরবরাহ করা হবে। কোন কারনে যদি কাষ্টমার চারা রিসিভ করতে না পারে তার দায়ভার প্রতিষ্ঠান নেবে না।

৭। চারা লাগানোর ১৫ দিনের মধ্যে কোন চারা মারা গেলে ১০ % চারা ক্ষতিপূরন হিসেবে সরবরাহ করা হবে তবে কুরিয়ার/ বাস/ ট্রেন ভাড়া কাষ্টমারকে সরবরাহ করতে হবে।

৮। কাষ্টমার যদি নিজে এসে দেখে শুনে নার্সারী থেকে চারা ক্রয় করে এবং লাগানোর পরে কোন চারা মারা গেলে, নষ্ট হলে কোন ক্ষতি পূরন দেয়া হবে না।

৯। আমরা অবশ্যই ভালো মানের চারা রোগমুক্ত এবং জাতের গ্যারান্টি ঠিক রেখে চারা সরবরাহ করি।

১০। পুরো টাকা পেমেন্টর ক্ষেত্রে গিফট হিসেবে ১-২টি চারা কাষ্টমারকে সরবরাহ করা হবে। কি ধরনের চারা গিফট করবে তা প্রতিষ্ঠান নির্ধারন করবে।

১১। আমাদের বিকাশ নাম্বার 01713454370 (Personal) এবং নগদ নাম্বার 01706-816883 (Personal)

ব্যাংকে লেদলেদের ক্ষেত্রে

Account Name: Harun ur rashid
Account Number: 3311440116059
Bank Name: Eastern Bank Ltd.
Bogura Branch

১২। এই নীতিমালা প্রতি বছর সংযোজন / বিয়োজন হতে পারে।